মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঢাকা, ০৪ এপ্রিল ২০২৫ (শুক্রবার): দীর্ঘ দিন পর দেশে ফিরলেন সাত বছরের নিষ্পাপ শিশু মুসা। গত বছরের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় দাদীর কাছে আইসক্রিম খাওয়ার আবদার করা ছোট্ট মুসা তার জীবনের এক বিভীষিকাময় অধ্যায়ের সাক্ষী হন।
অভ্যুত্থানের সময় মুসার দাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হন, আর সেই গুলির আঘাত মুসার জীবনকে নিয়ে আসে অনিশ্চয়তা। মাথায় গুরুতর আঘাত পেয়ে তার জীবন বিপদের মুখে পড়ে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছিল তাকে।
আজ শুক্রবার, চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্সে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) এর সভানেত্রী নাদিয়া সুলতানা সিএমএইচে পৌঁছে মুসার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় বর্তমানে শিশুটিকে সিএমএইচ, ঢাকায় উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।