৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বহরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী পঙ্কজ কুমার ভৌমিকের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষার্থী বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার সজল কুমার সোম, বিদ্যালযের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম গাজী, সাহেব আলী, পারুল পারভীন, স্বপন কুমার দাস, চিত্তরঞ্জন সাহা, রহমত আলী, নেদারল্যান্ড প্রবাসী কামাল হোসেন, কৃষ্ণা রানী, আবুল কালাম আজাদ, ইউনুচ আলী খান, মোঃ মঞ্জুরুল ইসলাম, আবুল কালাম আজাদ বকুল, রুবেল মাহমুদ সুমন, সমীর কান্তি বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হক শিপন বলেন, বিদ্যালয়ে নির্বাচিত পরিচালনা কমিটি না থাকায় আমি অন্তর্বতিকালীন সভাপতির দায়িত্বে রয়েছি। আমি এই প্রচীনতম বিদ্যালয়টিকে সুন্দর একটি পরিবেশে দেখতে চাই। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই অনেক বিভাগে কর্মরত রয়েছেন। যে যে দপ্তরে আছেন সেখান থেকে বিদ্যালয় উন্নয়নপ এগিয়ে আসবেন বলে আশা করি।

শিক্ষকগণ তাদের বক্তব্যে বলেন, বহরপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিবছর অনেক আয় হয় শুনেছি। কিন্তু কত আয় হয় জানি না। সাবেক প্রধান শিক্ষক তার মত করে চলতেন। আয় ব্যয়ের হিসাব ঠিকমত দিতেন না। শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের ১০ লাখ ৭০ হাজার টাকার কোন হদিস নেই। তবে পূণরায় বর্তমান সভাপতি মহোদয় আমাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করে দিয়েছেন। একটি তথ্য মতে জানা যায়, প্রভিডেন্ট ফান্ডের টাকার ব্যাংক হিসাব তিনজন শিক্ষকের নামে ছিল। সেখান থেকে তারাই এই টাকা উত্তোলন করে খরচ করেছেন। এরমধ্যে শিক্ষকগণ এই টাকার জন্য প্রধান শিক্ষককে নোটিশ করেছেন। প্রধান শিক্ষক নোটিশ করেছেন সাবেক সভাপতিকে। এ বিষয়টি সকলেরই জানা।

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে বহরপুর উচ্চ বিদ্যালয়ের গুটিকয়েক শিক্ষক ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে কোচিং এর নামে অতিরিক্ত অর্থ আদায় করেন। যা বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দেন। অথচ শিক্ষকগণ অদ্যাবধি তা ফেরত দেন নাই। বরং অকপটে এই টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা অতিরিক্ত ২ হাজার টাকা নেওয়ার আগে ও পরে অভিভাবকদের নিকট থেকে অঙ্গিকারনামা নিয়েছি যেন তারা কোন অভিযোগ করতে না পারে।

বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দীঘিনালা বোয়ালখালী বাজারে অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহ জনক গ্রেপ্তার ১

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি ) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহ জনক একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে

সাংবাদিক আব্দুর রাজ্জাকের নির্যাতনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আপেল কে জঘন্য ভাষায় হুমকি প্রদান

মোঃ বাদশা প্রামানিক,  নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সাংবাদিক আব্দুর রাজ্জাককে হত্যা চেষ্টার সংবাদ প্রকাশের জেরে সারাবাংলা ডট নেট এর নীলফামারী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট রাশেদুল ইসলাম আপেলকে

মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে ভাসমান রেস্টুরেন্ট উচ্ছেদ করলো প্রশাসন

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পরিবেশ রক্ষায় ভাসমান অবৈধ রেস্টুরেন্ট/ হাউজবোট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে জেলা প্রশাসন মুন্সিগঞ্জ। ৪ এপ্রিল

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত গতিতে মোটরযান চালানোর বিরুদ্ধে বিআরটিএ’র বিশেষ অভিযান

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  আজ ৪ই এপ্রিল শুক্রবার শহরে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উদযাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে মোবাইল কোর্ট

Scroll to Top