তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পরিবেশ রক্ষায় ভাসমান অবৈধ রেস্টুরেন্ট/ হাউজবোট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে জেলা প্রশাসন মুন্সিগঞ্জ।
৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪ টায় শহরের লঞ্চঘাট এলাকায় জেলা প্রশাসকের নির্দেশনায় সহকারি কমিশনার ভূমি একেএম হাসানুর রহমান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে রিভার ক্রুজের জেটিগুলো উচ্ছেদ করা হয় এবং হাউজবোটগুলোকে অন্যত্র সরে যেতে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও কয়েকটি অস্থায়ী দোকান বন্ধ করা হয় এবং নিরিবিলি ক্যাফেকে নদী দূষণ বন্ধে সতর্ক করা হয়।
এসময় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষকে অবৈধ স্থাপনাসমূহে বিদ্যুৎ সংযোগ প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে জেলা প্রশাসনের এমন মহতি উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন জেলার সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা। নদীর পরিবেশ রক্ষায় অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি তাদের।