মনির হোসেন, সখিপুর প্রতিনিধি :
আজ ৪ এপ্রিল রোজ শুক্রবার কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুতুবপুর ক্রিকেট টুর্নামেন্টের এক বিরাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অ্যাডভোকেট আহমেদ আযম খান।
এসময় তিনি বলেন ড.ইউনুসের নেতৃত্বে সফল চীন সফর হয়েছে। বর্তমানে তিনি আছেন একটি আন্তর্জাতিক সম্মেলনে,তিনি যেমন আন্তর্জাতিক পরিমন্ডলে সফল তেমনই উনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং উন্নয়নশীল দেশগুলোর সাথে বন্ধুত্ব গড়ে তুলছেন।
এসময় তিনি আরও বলেন ড.ইউনুসের নেতৃত্বে গণতন্ত্র পুনরায় উদ্ধার এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য অবাধ-সুষ্ঠ এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিয়ে যাবেন এবং আমরা আপনাকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বিদায় দিব।
খেলায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান সাজু, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছেত মাস্টার। তাছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ।
উক্ত টুর্নামেন্টের আয়োজক ছিলেন (সারতি চৌদ্দ ব্যাচের বন্ধুরা)। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সাফওয়ান ক্রিকেট একাদশ করিমগঞ্জ ঘাটাইল বনাম উপজেলা প্রশাসন সখিপুর। সখিপুর উপজেলা প্রশাসনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাফওয়ান ক্রিকেট একাদশ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে কুতুবপুর রওশন আলী উচ্চবিদ্যালয়ের মাঠ দর্শকে কানাকানায় পরিপূর্ণ হয়ে যায়। ফাইনাল খেলা আয়োজনের মাধ্যমে ক্রীড়ামোদীদের ঈদের আনন্দ বেড়ে যায় বহুগুণে। সকল ক্রীড়ামোদী দর্শকদের একটাই চাওয়া সখিপুরের আনাচে-কানাচে এমন টুর্নামেন্টের আয়োজন করা হোক।