ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি আরম্ভ হয়েছে গত ২৩ মার্চ থেকে। এই ছুটির ভেতরেও জনশূন্য জবির কলা ভবনের নির্জন করিডোরে মেঝেতে বসে বিসিএসের লিখিত পরীক্ষার জন্য পড়াশোনা করছেন সাইফুল নামের এক শিক্ষার্থী।
জানা যায়, মো. সাইফুল ইসলাম জবির গণিত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। চাঁদপুর জেলার কচুয়া থানায় তিনি জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন। বর্তমানে পুরান ঢাকার নারিন্দায় একটি মেসে থাকেন তিনি।
২৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা গণহারে বাড়ি চলে যাওয়ায় ক্যাম্পাস প্রায় জনশূন্য হয়ে পড়ে। কিন্তু সাইফুল রয়ে গেছেন ক্যাম্পাসেই।
২০২৪ সালের ২৭ এপ্রিল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। এরপর এক বছর ধরে লিখিত পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তিনি। আগামী ৮ই মে অনুষ্ঠিত হবে সেই লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এবারের ঈদে তিনি বাড়ি যাননি।
ঈদে বাড়ি যেতে না পারার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “পরিবারের সাথে ঈদ কাটানো সত্যিই আনন্দের ব্যাপার। কিন্তু এবার তা আর সম্ভব হচ্ছে না। এটা আমার জন্য সত্যিই কষ্টদায়ক। তবে যদি বিসিএস ক্যাডার হবার স্বপ্নপূরণ করতে পারি, তাহলে এই কষ্ট দূর হয়ে যাবে।”
তিনি আরও জানান, “আগামী ৮ই মে আমার লিখিত পরীক্ষা। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু দিতে চাই। ঈদের জন্য বাড়ি গেলে একদিন যাওয়া, একদিন আসা এবং সেখানে থাকা মিলিয়ে বেশ কয়েকদিন সময় নষ্ট হবে। এছাড়া বাড়িতে গিয়ে পড়াশোনার গতি কমে যাবে। তাই এবারের ঈদে ঢাকায় থেকে পুরো সময়টুকু লিখিত পরীক্ষার প্রস্তুতির কাজে লাগাচ্ছি।”