৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডৌবাড়ীতে যুব মজলিসের যুব কাউন্সিল অনুষ্ঠিত

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন ইসলামী যুব মজলিসের বার্ষিক যুব কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় স্থানীয় ডৌবাড়ি বাজারে উক্ত যুব কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সদস্য সচিব মাওলানা রুহুল আমিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচলানা করেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি কে এম মনসুর আহমদ।

সাংবিধানিক নিয়মে উপস্থিত যুব কাউন্সিল সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার কেএম মনসুর আহমদ। সভাপতি নির্বাচিত হন মাওলানা আসহাব উদ্দীন আল আযাদ এবং সেক্রেটারি মনোনীত হন মাওলানা রুহুল আমিন রুবেল।
নবনির্বাচিত সভাপতি মাওলানা আসহাব উদ্দীন আল আযাদের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে হেদায়তি বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি কেএম মনসুর আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ডৌবাড়ি ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা ইসমাইল সিরাজী।
২০২৫-২৬ সেশনের মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ সভাপতি জাবেদ আহমদ, সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সহ সেক্রেটারি হাফিজ ফাহাদ আহমদ, বায়তুলমাল সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ সালিক এবং নির্বাহী সদস্য হাফিজ মনসুর আহমদ ও কামাল উদ্দীন।
পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাউন্সিল শেষ হয় মোনাজাতের মাধ্যমে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চাঁদাবাজির অভিযোগে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহরকে শোকজ করা হয়েছে

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরকে শোকজ করেছেন ঝালকাঠি জেলা বিএনপি। আজ শনিবার ৫ এপ্রিল জেলা বিএনপির

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কাজল মিয়াকে লক্ষ করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার

অবাধ-সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিদায় নিলে,ড.ইউনুস সাহেবকে ফুলের মালা দিয়ে বিদায় দিব :অ্যাডভোকেট আহমেদ আযম খান

মনির হোসেন, সখিপুর প্রতিনিধি : আজ ৪ এপ্রিল রোজ শুক্রবার কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুতুবপুর ক্রিকেট টুর্নামেন্টের এক বিরাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিতর্কিত ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছে ভারত: হেফাজতে ইসলাম বাংলাদেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের মাধ্যমে দেশটি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Scroll to Top