মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি
একটি নতুন মসজিদ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন, লর্ডহার্ডিঞ্জ বাজারের পশ্চিম মাথায় একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে।এই বাজারে একটি মাত্র জামে মসজিদ থাকায় মুসল্লিদের জায়গা হচ্ছে না এবং পশ্চিম মাথার মুসল্লিরা সঠিক সময়ে না যেতে পারার কারণে জায়গা পাচ্ছেন না এই সমস্যা সমাধানে জন্য পশ্চিম মাথায় একটি মসজিদ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।আজ এই দোয়া ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও সভাপতিত্ব করেন জমিদাতা মোঃ হানিফ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা বার কাউন্সিল এর সাবেক সভাপতি অ্যাডভোকেট মহিবুল্লাহ মিয়া , মাওঃ মোঃ আবু তাহের খতিব লর্ডহার্ডিঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ,আঃ আজিজ মিয়া, আলহাজ্ব মোঃ মোতাচ্ছিম বিল্লাহ বাবুল মিয়া, আলহাজ্ব মাওলানা আব্দুল করিম, মাহামুদুল হক হাওলাদার সাবেক চেয়ারম্যান লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ, মোঃ ইব্রাহীম খলিল মিয়া।
আলোচনায় বক্তারা বলেন মসজিদ আল্লাহ ঘর এটা শুধু আল্লাহর এবাদতের জন্যই,আর যারা আল্লাহর ঘরের জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করবে আল্লাহ অবশ্যই তাহার জন্য আখেরাতে উত্তম প্রতিদানের ব্যবস্থা করবেন এবং সবাই মিলে মসজিদ যাতে ভালভাবে পরিচালনা করা যায় সেই ব্যবস্থা করতে হবে।