মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
ব্যাংকক, থাইল্যান্ড, ৫ এপ্রিল ২০২৫: — মিয়ানমারের প্রধানমন্ত্রী এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শুক্রবার ব্যাংককে ৬ষ্ঠ BIMSTEC সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে বৈঠক করেছেন।
প্রফেসর ইউনূস মিয়ানমারে ২৮ মার্চ ভূমিকম্পে প্রাণহানির জন্য মিয়ানমারবাসীর প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন। তাঁরা বাংলাদেশের মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন, যার মধ্যে মিয়ানমারে বাংলাদেশের উদ্ধারকারী দল পাঠানো অন্তর্ভুক্ত ছিল।
“আমরা আরও মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। আমাদের জাহাজ প্রস্তুত,” বলেন প্রফেসর ইউনূস।
মিয়ানমারের প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে BIMSTEC-এর চেয়ারম্যান পদ গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের নেতৃত্বে এই আঞ্চলিক গ্রুপিং নতুন গতিতে এগিয়ে যাবে।