মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার খোর্দ্দসাধুয়া গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনায় ধর্ষণের শিকার ১০ বছরের এক শিশুর বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর আগে, ১ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে একই গ্রামের মো. আফজাল হোসেন (৬০) কর্তৃক ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত আফজাল হোসেনকে ৩ এপ্রিল স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার প্রেক্ষিতে খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ধারা ৯(১) অনুযায়ী মামলা রুজু করা হয় (মামলা নম্বর-০২, তারিখ-০৩/০৪/২০২৫)।
ধর্ষণের ঘটনার পর থেকে ভিকটিম থানার হেফাজতে থেকে মেডিকেল পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করছে।
এদিকে ৫ এপ্রিল গভীর রাতে ভিকটিমের বসতঘর ও রান্নাঘরে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ভিকটি এর চাচা মো. রিপন শেখ জানান, আগুন দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে বসতঘর ও রান্নাঘর পুরোপুরি পুড়ে যায়।
খোকসা থানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে।