আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরকে শোকজ করেছেন ঝালকাঠি জেলা বিএনপি।
আজ শনিবার ৫ এপ্রিল জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ প্রদান করা হয়েছে। এতে তার বিরুদ্ধে চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমুর্তি- ক্ষুন্নের অভিযোগ আনা হয়েছে। আগামী ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়, আপনি আখতার হোসেন নিজাম মীরবহর কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড এবং চাঁদাবাজির সাথে সম্পৃক্ত রয়েছেন মর্মে অভিযোগ রয়েছে। কাঠালিয়া উপজেলার ৩নং আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলে খোদা (সুমন খলিফা) এর নিকট আপনি ৫০০০০০ (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করেন।
উক্ত দাবিকৃত টাকা না পেয়ে তাকে আওয়ামী দোসরদের সাথে (কাঠালিয়া থানার মামলা নং ৯, তারিখ ২১.১১-২০২৪ ইং) ৮ নং ক্রমিকে মামলার আসামি করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিকট ভুক্তভোগী মোঃ ফজলে খোদা (সুমন খলিফা) গত ৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে লিখিত অভিযোগ দাখিল করেছেন। যাহার অনুলিপি ঝালকাঠি জেলা বিএনপির নিকট প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে আপনার নানা রকম বিতর্কিত কর্মকান্ডের বিষয় স্থানীয় ও জাতীয় পত্রিকার নিউজ হয়েছে এমনকি ইলেকট্রনিক্স মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা ও প্রকাশের কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে এবং হচ্ছে।
এমতাবস্থায় উত্থাপিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমুর্তি-ক্ষুন্নের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আগামী ৩ (তিন) দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা গেল।