মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়ীবাড়ী গ্রামে বিশাল এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে কালুখালীর সাওরাইল ইউনিয়নের লাড়ীবাড়ী, ঘাটোরা, বড় বিলা মাঠে গ্রামবাসীর আয়োজনে ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালুখালী উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা কৃষক দলের সভাপতি মোঃ আইয়ুবুর রহমান আইয়ুব। বিশেষ অতিথি হিসাবে বিএনপি’র অন্যতম সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম মুজাহিদ, সাওরাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস আলী মোল্লা প্রমুখ। ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ৩২ ইঞ্চি এলইডি টিভি গ্রহণ করেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রবিউল ইসলামের ঘোড় ছোয়ার, দ্বিতীয় স্থান অধিকার করে ২৪ ইঞ্চি এলইডি টিভি গ্রহণ করেন মাগুরা জেলার হিরু মোল্লার ঘোড় ছোয়ার এবং তৃতীয় স্থান অধিকার করে একটি রাইস কুকার গ্রহণ করেন পাংশার আশুর হাট গ্রামের তোফাজ্জেল হোসেনের ঘোড় ছোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী জেলা কৃষক দলের সভাপতি মোঃ আইয়ুবুর রহমান ও বিএনপির অন্যতম সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম সংক্ষিপ্ত আলোচনায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা আগামীতে যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে উপস্থিত সকলকে আগ্রহ থাকার অভিমত প্রকাশ করেন।