মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখার উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মেহেদী হাসান হিমেলকে কেন্দ্রীয় ঈদগা মাঠে ০৫/০৪/২০২৫ ইং গণসংবর্ধনা দেন নিকলী উপজেলা ছাত্রদল।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক জননেতা শেখ মজিবুর রহমান ইকবাল, উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মনিরুজ্জামান মনির, নিকলী উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, কিশোরগঞ্জ জেলার এপিপি,কিশোরগঞ্জ আইনজীবী সমিতির ১ নং সহ-সভাপতি,নিকলী নতুন বাজার সার্বিক ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো: মানিক মিয়া,উপস্থিত ছিলেন নিকলীর কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী অতীত তরুণ প্রজন্মের প্রিয় মুখ আলোচিত আইনজীবী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির গণ- যোগাযোগ বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল এ্যাড. এ এম জামিউল হক ফয়সাল।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল,সেচ্ছাসেবকদল, নিকলী উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সৈকত কবীর নাদিম ও তার ইউনিটের নেত্রীবৃন্দ, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিকলী উপজেলা শাখার হৃদয় হাসান ও তার ইউনিটের নেত্রীবৃন্দ। কৃষক দলের নেত্রীবৃন্দ, শ্রমিক দলের নেত্রীবৃন্দ। তাঁতী দলের নেত্রীবৃন্দ। মৎস্যজীবি দলের নেত্রীবৃন্দ প্রমুখ।