সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:
সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের মধ্যেই এবার আনুষ্ঠানিকভাবে বগুড়ার ৭টি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলো জামায়াত। শনিবার স্থানীয় টিটু মিলনায়তনে ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৭টি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
ঘোষিত প্রার্থীরা হলেন:
- বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি): সাবেক জেলা আমির ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন
- বগুড়া-২ (শিবগঞ্জ): সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান
- বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি): গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ আবু তাহের
- বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী
- বগুড়া-৫ (ধুনট-শেরপুর): শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান
- বগুড়া-৬ (সদর): সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল
- বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী): শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান। এছাড়াও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন সাঈদীকেও অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হয়।