মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে গোমস্তাপুর থানা পুলিশ। শনিবার রাতে ভোলাহাট থেকে ঢাকাগামী সাথী এন্টারপ্রাইজের একটি নাইট কোচে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—গাড়ির চালক শহিদুল ইসলাম (৩২), তার বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে, পিতার নাম মো. আবুল কাশেম। সুপারভাইজার মো. হারুন অর রশিদ নিশান (২৬), তিনি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে। এছাড়া গাড়ির হেলপার মো. আশিক (১৯) কে আটক করা হয়েছে, তিনি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মধুপুর গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সাথী এন্টারপ্রাইজের একটি কোচে ফেনসিডিল পাচার করা হচ্ছে। এরপর পুলিশের একটি বিশেষ দল গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে গাড়ির গোপন কক্ষ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত তিনজনই মাদক বহনের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গোমস্তাপুরসহ আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান ওসি।