৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোমস্তাপুরে সাথী এন্টারপ্রাইজের নাইট কোচ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে গোমস্তাপুর থানা পুলিশ। শনিবার রাতে ভোলাহাট থেকে ঢাকাগামী সাথী এন্টারপ্রাইজের একটি নাইট কোচে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—গাড়ির চালক শহিদুল ইসলাম (৩২), তার বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে, পিতার নাম মো. আবুল কাশেম। সুপারভাইজার মো. হারুন অর রশিদ নিশান (২৬), তিনি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে। এছাড়া গাড়ির হেলপার মো. আশিক (১৯) কে আটক করা হয়েছে, তিনি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মধুপুর গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সাথী এন্টারপ্রাইজের একটি কোচে ফেনসিডিল পাচার করা হচ্ছে। এরপর পুলিশের একটি বিশেষ দল গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে গাড়ির গোপন কক্ষ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত তিনজনই মাদক বহনের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গোমস্তাপুরসহ আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান ওসি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজশাহী-নাটোর মহাসড়কে বিড়ালদহ মাইপাড়া ‌বাজারে সড়ক দুর্ঘটনায় ০১ জন আহত

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া বাজারে রাজশাহী-নাটোর মহাসড়কে বাইসাইকেলের সাথে বাসের সড়ক দুর্ঘটনা ঘটে। ০৫ এপ্রিল

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

মোহাম্মদ রকিবুল হক (শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ (০৫ এপ্রিল ২০২৫)রোজ শনিবার মিয়ানমারে গত ২৮ মার্চ ২০২৫ তারিখে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ

আইন-শৃঙ্খলা বাহিনী কতৃক মুরাদনগর উপজেলায় নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায় নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, মুরাদনগর প্রতিনিধি অদ্য ০৫/০৪/২০২৫ তারিখ উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী কতৃক মুরাদনগর উপজেলায় নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়, অবৈধ পার্কিং, যানজট

বগুড়ায় অগ্নিকাণ্ডে ৩টি বিধবার ঘরবাড়ি পুড়ে ছাই খোলা আকাশের নিচে বসবাস

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বিধবা নারীর ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ই এপ্রিল) দুপুর ১টার দিকে

Scroll to Top