৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতের বিতর্কিত ওয়াকফ বিল পাস হওয়ায় তীব্র নিন্দা ও হুশিয়ারি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

আজ সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক বিবৃতিতে ভারতে বিতর্কিত ‘ওয়াকফ বিল’ পাস হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বলেন- বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের লোকসভায় বিতর্কিত ‘ওয়াকফ বিল’ পাস হয়, যার মাধ্যমে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় এবং মুসলমানদের উপরে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি চেষ্টা করা হচ্ছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের এহেন অগণতান্ত্রিক অসাংবিধানিক চরিত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমরা বিশ্বাস করি, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হওয়ার পাশাপাশি মুসলিম জাতিগোষ্ঠীর বসবাসের কারণে সেখানকার জনমানুষের প্রতি আমাদের এক ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। বিগত দশ বছর যাবৎ ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার নানাভাবে সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীকে দমন-পীড়ন-নির্যাতন-নিপীড়ন করে চলেছে। ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে ভারতে বিজেপি এমন এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে যেখানে সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীর পাশাপাশি আদিবাসী ও দলিত শ্রেণিগোষ্ঠীর মানু্‌ষদেরও জাতিগত নিপীড়নের শিকার হতে হয়। এর মাধ্যমে বহু বৈচিত্র‍্যের ভারতকে একটি এককেন্দ্রিক বিমানবিকীকরণের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যা একই সাথে অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও মানবতার সার্বজনীন অঙ্গীকারসমূহকে লঙ্ঘন করে।

আমরা মনে করি, ওয়াকফ বিলটি ভারতে অবস্থিত অসংখ্য মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানসমূহকে রাষ্ট্রীয় কর্তৃত্বের আওতায় নিয়ে আসবে। যা এসব ধর্মীয় মানবতাবাদী প্রতিষ্ঠানসমূহের স্বাধীন কর্তাসত্তাকে অস্বীকার করার পাশাপাশি রাষ্ট্রীয় সন্ত্রাস আর বিভেদের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে এবং উপমহাদেশের স্থিতিশীলতাকে সহিংস করে তুলবে।আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ দুনিয়ার সকল মজলুম মানুষের প্রতি আমাদের ভ্রাতৃত্ব আর সংহতির বন্ধন থেকে ওয়াকফ বিলটি পাশ হওয়ার তীব্র নিন্দা জানাই।

পাশাপাশি আমরা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বাংলাদেশ সরকারসহ বাংলাদেশের সকল সামাজিক, রাজনৈতিক সংগঠনসমূহকে ভারতের মজলুম জাতিগোষ্ঠীর পক্ষে এবং এহেন বিতর্কিত মানবতাবিরোধী আইনের বিপক্ষে নিজেদের তীব্র নিন্দা ও হুশিয়ারি জ্ঞাপন করার আহবান জানাচ্ছি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাসের আশেরপাশের চাঁদাবাজি থামাতে চান জবি ছাত্র সভাপতি 

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের চাঁদাবাজি থামাতে চাঁদাবাজদের অর্থনৈতিক ভরণপোষণের দায়িত্ব নিতে চান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার সভাপতি রাকিব হোসেন। শনিবার

বগুড়ার ৭টি আসনে জামায়াতের এমপি প্রার্থীদের পরিচিতি

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি: সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের মধ্যেই এবার আনুষ্ঠানিকভাবে বগুড়ার ৭টি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক হিমেলকে নিজ এলাকাতে গণসংবর্ধনা

মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখার উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মেহেদী হাসান হিমেলকে কেন্দ্রীয় ঈদগা মাঠে ০৫/০৪/২০২৫

চাঁদাবাজির অভিযোগে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহরকে শোকজ করা হয়েছে

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরকে শোকজ করেছেন ঝালকাঠি জেলা বিএনপি। আজ শনিবার ৫ এপ্রিল জেলা বিএনপির

Scroll to Top