মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, মুরাদনগর প্রতিনিধি
অদ্য ০৫/০৪/২০২৫ তারিখ উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী কতৃক মুরাদনগর উপজেলায় নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়, অবৈধ পার্কিং, যানজট নিরসন এবং অধিক মূল্যে তরমুজ বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএন্ডজি, অটো-রিকশা সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয় পাশাপাশি অবৈধ গাড়ি পার্কিং অপসারণ করা হয়।
BRTA কতৃক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় “সড়ক পরিবহন আইন, ২০১৮” অনুযায়ী হানিফ বাস কাউন্টারের ম্যানেজারকে ১ টি মামলায় ১০,০০০/- টাকা অর্থদণ্ডসহ সকলকে সতর্ক করা হয়।
পাশাপাশি যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের নিকট ফেরত প্রদান করা হয়
এবং অধিক মূল্যে তরমুজ বিক্রয় এবং ক্রয় রসিদ না থাকায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী ১ টি মামলায় ৫,০০০/- অর্থদন্ডসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং ফুটপাত থেকে অবৈধ দখল সরানো হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।