মোহাম্মদ রকিবুল হক (শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ (০৫ এপ্রিল ২০২৫)রোজ শনিবার মিয়ানমারে গত ২৮ মার্চ ২০২৫ তারিখে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল ও মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া কমপ্লেক্স পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেয়া হয়।
উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, আজ বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৫ জনের সফল অস্ত্রোপচারসহ সর্বমোট ১৩০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক অদ্যাবধি সর্বমোট ৩৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আগামীকালও বাংলাদেশের উদ্ধারকারী দল ও মেডিকেল টিমের কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে অব্যাহত থাকবে।
সুত্র;বাংলাদেশ আর্মি