মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া বাজারে রাজশাহী-নাটোর মহাসড়কে বাইসাইকেলের সাথে বাসের সড়ক দুর্ঘটনা ঘটে।
০৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুঃ ২০ঃ৪০ ঘটিকার সময় পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া বাজার হইতে বানেশ্বরে বাইসাইকেল যোগে যাওয়ার সময় মোঃ মোবারক (১৭), পেশা-বালুদিয়াড় ভোকেশনাল স্কুলের নবম শ্রেণীর ছাত্র, পিতা-মোঃ রুবেল, গ্রাম- হাবিবপুর, পোষ্ট- নন্দনগাছি, থানা- চারঘাট, জেলা- রাজশাহী। রংপুর হতে রাজশাহীগামী বাস “মোহাম্মদ” যাহার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো ব-১৫-০৪৬২ বাইসাইকেল চালক কে ধাক্কা দিলে উক্ত বাইসাইকেল চালক রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থল হতে অনুমান ৫০০ গজ দক্ষিনে রাজশাহী অভিমুখী রাস্তার খাদে পড়ে। স্থানীয় জনসাধারণ গুরুত্বর আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
উক্ত ঘটনাস্থলে পবা (শিবপুর) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী উপস্থিত ছিলেন এবং সার্বিক বিষয় দেখভাল করেন। রাস্তায় যানচলাচল স্বাভাবিক রাখতে পবা (শিবপুর) হাইওয়ে থানার পুলিশ কাজ করেন।