৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আওয়ামীপন্থী ৯৩ আইনজীবীর জামিন আবেদন, আজ শুনানি

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থী ৯৩ জন আইনজীবী ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টায় ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

জামিন আবেদনকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন— ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাইদ সাগর, সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আসাদুজ্জামান রচি, সাইবার ট্রাইব্যুনালের সাবেক পিপি নজরুল ইসলাম শামিম, মোরশেদ হোসেন শাহীনসহ আরও অনেকে।

আসামি আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, “আমি আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর পক্ষে মামলা পরিচালনা করেছি। সে কারণেই আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটি আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থি।”

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।

৬ ফেব্রুয়ারি আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি কোতোয়ালি থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় হাইকোর্ট থেকে ইতোমধ্যে ১১৫ জন আসামি ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছেন, যার মেয়াদ শেষ হবে আগামীকাল ৭ এপ্রিল।

এই মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে রয়েছেন— আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সাবেক পিপি মো. আব্দুল্লাহ আবু, সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল, খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সাবেক সংসদ সদস্য সানজিদা খানমসহ আরও অনেকে।

মামলার অভিযোগে বলা হয়, ৪ আগস্ট দুপুরে আসামিরা বেআইনি জনতাবদ্ধে জড়ো হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। এক পর্যায়ে আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পরে গুলি তাক করেন বলে অভিযোগ রয়েছে।

আদালত এ বিষয়ে শুনানি শেষে আদেশ দেবেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দায়িত্বশীল পুলিশের স্বীকৃতি: রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন কনস্টেবল রিয়াদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভিডিওতে তার পেশাদার আচরণ ও দায়িত্বশীল মনোভাব দেখে

বগুড়ায় সাংবাদিকদের ওপর হামলা: মূল অভিযুক্ত রাকিবসহ ছয়জন আটক

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে দুই সাংবাদিকসহ তিনজনের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনায় মূল অভিযুক্ত রাকিবসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা

ইসরায়েলে সর্ববৃহৎ রকেট হামলা, পাল্টা অভিযানে গাজায় উত্তেজনা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ গাজা, ৬ এপ্রিল ২০২৫ (রবিবার): গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। টাইমস

রহনপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ছাত্রসমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭-এপ্রিল

Scroll to Top