মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়া প্রতিনিধিঃ
সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলায় ‘দৈনিক খবর’ নামক একটি ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে বিভ্রান্তিমূলক পোস্ট প্রকাশ করে জনমনে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয় জনসাধারণ, সাংবাদিক মহল ও ভুক্তভোগীদের অভিযোগ— পেজটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বিশেষ সূত্রে জানা গেছে, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর পর ৫ আগস্ট থেকে পেজটি হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন ইস্যুতে একতরফা ও অপূর্ণাঙ্গ তথ্য পরিবেশন করে জনসাধারণকে প্রভাবিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে আজ ৬ এপ্রিল, রবিবার বেলা আনুমানিক ১২টা ১০ মিনিটে, স্থানীয় সাংবাদিক মোঃ নুর আলম সম্পর্কে একাধিক বিভ্রান্তিকর মন্তব্য করে পোস্ট করে উক্ত পেজটি। এই বিষয়ে সাংবাদিক মোঃ নুর পাপ্পু বলেন,
পেজটিতে আমার নাম ব্যবহার করে যেভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে, তা সরাসরি আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। আমি ইতোমধ্যে বিষয়টি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ আকারে উপস্থাপন করেছি।
পাপ্পু আরও বলেন,
সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে মিথ্যা তথ্য ছড়ানো হলে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথ রুদ্ধ হয়ে যাবে। আমি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।
এদিকে খোকসা উপজেলার সাধারণ জনগণও এই পেজের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাদের ভাষ্যমতে
এভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া খুবই ভয়ানক। এটা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি।
আইন বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো, কারও সুনাম ক্ষুণ্ন করা কিংবা গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
খোকসা উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হলো, যাতে এমন অপপ্রচারমূলক কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়।