মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধিঃ
কলাপাড়ায় চাকামাইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের তিন সন্তানের জননী গৃহবধূ মোসাঃ নুপুর বেগম(৩২) এর অবশেষে নিখোঁজ নাটকের অবসান।
শনিবার দিবাগত গভীর রাত ০২টায় ডিবি পটুয়াখালীর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ভিকটিমের প্রেমিক হাসান মাহমুদ(৩০), পিতা: মৃত ফজলুর রহমান, গ্রাম: পাদ্রেশিবপুর, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশালের বসত ঘর হইতে ভিকটিম ও তার প্রেমিক হাসান মাহমুদকে উদ্ধার করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (পহেলা এপ্রিল) দিবাগত গভীর রাত তিনটায় কলাপাড়া উপজেলার ১নং চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের মোঃ আলমগীর হোসেন সিকদারের স্ত্রী নুপুর নাটকীয় ভাবে নিখোঁজ হয়। আগে থেকেই রক্ত সংগ্রহ করা ছিলো, সুযোগ বুঝে ঘরের মেঝেসহ বাড়ির বিভিন্ন স্থানে মাথার চুলে রক্ত লাগিয়ে পরিকল্পিত ভাবে জমাট রক্তের নাটক সাজানো হয়।
ঘটনায় কলাপাড়া থানার মামলা নাম্বার ০২ তাং ০২-০৪-২০২৫ ইং ধারা-৩৬৪ পেনাল কোড রুজু হয়। মামলার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ভিকটিমের স্বামী, ননদসহ মোট ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
উদ্ধারকৃত ভিকটিম ও তার প্রেমিক কলাপাড়া থানা হাজতে আছে মর্মে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, অবশেষে নিখোঁজ নাটকের অবসান হয়েছে, ভিকটিম ও তার প্রেমিক এর বিষয়ে কলাপাড়া থানা ও ডিবি পটুয়াখালীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন।