ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের চাঁদাবাজি থামাতে চাঁদাবাজদের অর্থনৈতিক ভরণপোষণের দায়িত্ব নিতে চান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার সভাপতি রাকিব হোসেন।
শনিবার (৫ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে রাকিব হোসেন জানান, “টিএসসি, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ডসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোথাও চাঁদাবাজদের কোনো অস্তিত্ব রাখা যাবে না। কারণ শিক্ষার্থী আর চাঁদাবাজ—এই দুই পরিচয় একসাথে চলতে পারে না। যেখানে শিক্ষার্থীদের অবস্থান, সেখানে চাঁদাবাজদের স্থান থাকতে পারে না। যারা এই চাঁদাবাজির সাথে জড়িত, তারা হয়তো আর্থিকভাবে অসচ্ছল। এই বিষয়ে আমরা যথেষ্ট সংবেদনশীল।”
তিনি আরও জানান, “তারা যদি তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করে, তাহলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, তাদের ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণে প্রস্তুত থাকবে। তবুও কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এলাকায় চাঁদাবাজির মতো অপকর্মে লিপ্ত হতে দেওয়া চলবে না।”
রাকিব হোসেনের এই স্ট্যাটাস প্রকাশিত হবার পর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে তা ভাইরাল হয়ে যায়।