৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ক্যাম্পাসের আশেরপাশের চাঁদাবাজি থামাতে চান জবি ছাত্র সভাপতি 

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের চাঁদাবাজি থামাতে চাঁদাবাজদের অর্থনৈতিক ভরণপোষণের দায়িত্ব নিতে চান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার সভাপতি রাকিব হোসেন।

শনিবার (৫ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে রাকিব হোসেন জানান, “টিএসসি, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ডসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোথাও চাঁদাবাজদের কোনো অস্তিত্ব রাখা যাবে না। কারণ শিক্ষার্থী আর চাঁদাবাজ—এই দুই পরিচয় একসাথে চলতে পারে না। যেখানে শিক্ষার্থীদের অবস্থান, সেখানে চাঁদাবাজদের স্থান থাকতে পারে না। যারা এই চাঁদাবাজির সাথে জড়িত, তারা হয়তো আর্থিকভাবে অসচ্ছল। এই বিষয়ে আমরা যথেষ্ট সংবেদনশীল।”

তিনি আরও জানান, “তারা যদি তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করে, তাহলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, তাদের ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণে প্রস্তুত থাকবে। তবুও কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এলাকায় চাঁদাবাজির মতো অপকর্মে লিপ্ত হতে দেওয়া চলবে না।”

রাকিব হোসেনের এই স্ট্যাটাস প্রকাশিত হবার পর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে তা ভাইরাল হয়ে যায়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নীলফামারীতে আদালত চত্বরে জনরোষের মুখে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার, ‘ভূয়া, ভোট চোর ও খুনি’ স্লোগানে বিক্ষুব্ধ জনতার ভীর

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে আদালত চত্বরে জনরোষের মুখে পড়েন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। রবিবার দুপুরে নীলফামারী

ভারতের বিতর্কিত ওয়াকফ বিল পাস হওয়ায় তীব্র নিন্দা ও হুশিয়ারি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: আজ সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক বিবৃতিতে ভারতে বিতর্কিত ‘ওয়াকফ বিল’ পাস হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে

বগুড়ার ৭টি আসনে জামায়াতের এমপি প্রার্থীদের পরিচিতি

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি: সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের মধ্যেই এবার আনুষ্ঠানিকভাবে বগুড়ার ৭টি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক হিমেলকে নিজ এলাকাতে গণসংবর্ধনা

মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখার উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মেহেদী হাসান হিমেলকে কেন্দ্রীয় ঈদগা মাঠে ০৫/০৪/২০২৫

Scroll to Top