৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দীঘিনালা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধিঃ

ফিলিস্তিনে গাজায় ইসরাইলের বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করে দীঘিনালার সর্বস্তরে মুসলিম তৌহিদী জনতা ।

আজ সোমবার খাগড়াছড়ি দীঘিনালায় ফিলিস্তিনে গাঁজায় ইজরাইলের বাহিনির চলমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বোয়ালখালী বাজার মসজিদ থেকে শুরু হয়ে দীঘিনালা কলেজ গেট গিয়ে শেষ হয় । মিছিলে হাজারো তৌহিদী জনতার উপস্থিতি দেখা যায়।
দীঘিনালার প্রতিটি মসজিদ থেকে ইমাম সাহেবগণ মুসল্লী নিয়ে মিছিল অংশগ্রহণ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেয় ছাত্রনেতা মোঃ জাহিদ , ইসলামী যুবনেতা মোঃ আশরাফুল।

সমাবেশের সভাপতিত্ব করেন দীঘিনালা কেন্দ্রীয় জামিয়া মসজিদের ইমাম মাওলানা জামিল সাহেব ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বর গণহত্যা চালাচ্ছে , তা মানবতা বিরোধী চরম অপরাধ । অথচ বিশ্ব মুসলিম শক্তিশালী দেশগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সমাবেশে বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় ।
এবং ইসরাইলি সকল পণ্য বয়কটের ডাক দেয়।
ফিলিস্তিনের জনগণের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় বিশ্ব মুসলিম দরবারে। পরে নির্যাতিত মুসলমানদের জন্য অশ্রুর জোড়া মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রহনপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ছাত্রসমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭-এপ্রিল

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল

নীলফামারীতে জমি সংক্লান্ত বিরোধে ১৬টি গাছ কর্তন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ইচ্ছামতো নিজের গাছও কাটা যাবে না- এমন আইন করার জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের গাছ

সরাইলে তিন মাদকাসক্তকে সাজা প্রদান

খাজা মঞ্জুর মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ৬ এপ্রিল রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক বিরোধী অভিযান পরিচালনার অংশ হিসাবে কালীকচ্ছ

Scroll to Top