৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রহনপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ছাত্রসমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭-এপ্রিল (সোমবার) সকাল ১১:৩০ মিনিটে গোমস্তাপুর উপজেলা চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কলোনি মোড়ে পথসভার কর্মসুচি শেষ হয় I

এই বিক্ষোভ মিছিলে অংশ নেন ও বক্তব্য রাখেন ইয়ুথ ফাউন্ডেশনের আমিরুল মুমিন ,আরো বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম ,মাওলানা শাহজালাল , হিজবুল্লাহ ,পিয়াস, নাফিস, শুভ ,জুলকার সহ সাধারণ শিক্ষার্থী, জনতা এবং সর্বস্তরের সচেতন মানুষ। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই, (ইসরায়েলি সন্ত্রাসী হামলা- বন্ধ করো, করতে হবে’ সহ, নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন; “ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের তরুণ সমাজ হিসেবে এই হত্যা ও নিরীহ নারী-শিশুদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইসরায়েলে সর্ববৃহৎ রকেট হামলা, পাল্টা অভিযানে গাজায় উত্তেজনা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ গাজা, ৬ এপ্রিল ২০২৫ (রবিবার): গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। টাইমস

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দীঘিনালা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধিঃ ফিলিস্তিনে গাজায় ইসরাইলের বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করে দীঘিনালার সর্বস্তরে মুসলিম তৌহিদী

নীলফামারীতে জমি সংক্লান্ত বিরোধে ১৬টি গাছ কর্তন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ইচ্ছামতো নিজের গাছও কাটা যাবে না- এমন আইন করার জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের গাছ

Scroll to Top