মোহাইমিনুল হাসান,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধী:
গাজায় ইসরাইলি বাহিনীর আক্রমণের প্রতিবাদে এবং ফিলিস্তিনে নির্বিচারে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। আজ সকাল থেকে কলেজের শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করে একত্রিত হয়ে মানবাধিকার ও শান্তির পক্ষে সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছে। বিক্ষোভ মিছিলটি লক্ষীবাজার হয়ে সরকারি কবি নজরুল কলেজের সামনে কিছুক্ষণ অবস্থান করেন এবং পরবর্তীতে সেখান থেকে শিক্ষার্থীরা রাজধানীর সাইন্সল্যাব মোড় পর্যন্ত অগ্রসর হন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ বলেন,ফিলিস্তিনের মানুষ দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার। তাদের স্বাধীনতা, অধিকার এবং মর্যাদা অনেক সময় কেড়ে নেওয়া হয়েছে। তারা শুধু ভূমি হারায়নি, হারিয়েছে নিজেদের মৌলিক মানবাধিকার। ফিলিস্তিনের মুক্তি এবং জনগণের অধিকার রক্ষার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আজও তারা যুদ্ধের, অস্থিরতার মধ্যে বসবাস করছে, তাদের জন্য শান্তি ও স্বাধীনতার স্বপ্ন অসম্পূর্ণ। ফিলিস্তিনের জনগণ কেবল নিজেদের জীবনের জন্যই নয়, সমগ্র মানবতার জন্য লড়াই করছে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সমর্থন দেওয়া এবং বিশ্বব্যাপী এই আন্দোলনের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। ফিলিস্তিনের স্বাধীনতা, শান্তি এবং মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়, এই আশা আমাদের সকলের হৃদয়ে থাকে।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেদিন গাজায় সংঘটিত সহিংসতার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেন। তাদের মধ্যে বেশিরভাগই “ফিলিস্তিন মুক্তি পাওয়ার অধিকারী”, “গাজার গণহত্যা বন্ধ করো” স্লোগান দিয়ে ইসরাইলের নিন্দা জানায়।