সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে পাঁচ মাদকসেবীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (৬ এপ্রিল) বিকেলে
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ তাদেরকে বিভিন্ন মেয়াদে এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহানূর রহমান (৪৩), একই গ্রামের ফেরদৌস আলীর ছেলে শাহীন প্রামানিক (৪০) মোখলেছার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (৩৬), কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার হাসান আলীর ছেলে রবি হাসান (৩৪) ও কাহালু উপজেলার বীরকেদার সরদার পাড়ার তহির উদ্দীনের ছেলে আয়েত আলী সরদার (৬১)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রোববার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, পোঁওতাসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে উল্লেখিত পাঁচ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ শাহানূর রহমান, রবি হাসান ও শাহীন প্রামানিককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও সাজ্জাদ হোসেন আয়েত আলীকে ২ মাস বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন।