মোহাম্মদ রকিবুল হক শাকিল, চট্টগ্রাম প্রতিনিধিঃ
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন লিটন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ(৭ এপ্রিল ২০২৫)রোজ সোমবার বিকালে উপজেলার নাজিরহাট মেডিকেল গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন লিটন হাটহাজারি উপজেলার মান্দাকিনি এলাকার বাদশাহ মিয়া ড্রাইভারের বাড়ির মোঃ ইউছুপের সন্তান।
জানা যায়, নিহত যুবক মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
নাজিরহাট হাইওয়ে থানার (ওসি) সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।