মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা শাখার আয়োজনে ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনীর নিশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল ) বিকেল ৪টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ থেকে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দুর্গাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মেডিকেল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে দুর্গাপুরের সর্বস্তরের মানুষ সমাবেশে অংশ গ্রহণ করেন।এ সময় সামাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত নেতা নুরুজ্জামান লিটন তিনি বলেন, বিশ্বের ৫৬ টি মুসলিম দেশের ১৯০ কোটি মুসলমান থাকার পরও ইসরাইল বিশ্বের একমাত্র ইহুদী রাষ্ট্র যার জনসংখ্যা মাত্র ১ কোটি ৫২ লাখ তবুও তারা বিশ্ব মানবতা লঙ্ঘন করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর মূল কারণ মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব। মুসলিম রাষ্ট্রগুলো যদি ওআইসির মাধ্যমে এক হয়ে প্রতিবাদ করতো তাহলে তারা (ইহুদীরা) ফিলিস্তিনিদের উপরে এমন বর্বর হামলা করতে সাহস করত না। ইসরাইলকে সরাসরি মদদ দিচ্ছে আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ড। এমনকি তারা জাতিসংঘে নিন্দা প্রস্তাব পর্যন্ত পাস করতে দেয় না। অথচ তারা মানবতার ছবক দেয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমীর সাইফুল মাস্টার,৩নং পানানগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ড.সেলিম রেজা খান বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে ইসরাইলের বর্বরতম আগ্রাসন কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে দেশব্যাপী ইসরাইলি পণ্য বর্জন, ইহুদিদের অর্থনৈতিক অবরোধ প্রদান, অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জোর দাবি জানান ।শেষে আল্লাহর সাহায্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন দুর্গাপুর জামিউল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মোঃ হাসানুজ্জামান হাশেম।
উল্লেখ্য, গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে সারা দেশব্যাপী বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির অংশ হিসাবে দুর্গাপুর উপজেলায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়।