মোঃ হায়াত মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি :
আজ সোমবার, ফিলিস্তিনি নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোসাইরহাট উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশের বিবরণ:
বাদ আসর বাইতুস সালাম জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি গোসাইরহাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।
বক্তাদের বক্তব্য:
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান পুনর্ব্যক্ত করে এর নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এছাড়া, তারা উপস্থিত জনতাকে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ভয়াবহ চিত্র সম্পর্কে অবগত করেন এবং শান্তিকামী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ:
বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন:
– বাংলাদেশ জামায়াতে ইসলামী গোসাইরহাট উপজেলা শাখার সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ মো. নাসির উদ্দিন
– বর্তমান আমীর মাষ্টার মো. বেলায়েত হোসেন
– পৌরসভা শাখার সেক্রেটারি মো. নোমান সিদ্দিক
– গোসাইরহাট উপজেলা ও পৌরসভা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ
সমাপনী:
বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন করার জন্য সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়ানো এবং মানবতার স্বার্থে ইসরায়েলের নৃশংসতা বন্ধের দাবিতে সামনের দিনগুলোতেও সম্মিলিত আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
স্লোগান:
– “ইসরায়েলি হামলা বন্ধ করো, ফিলিস্তিনের পাশে দাঁড়াও!”
– “ইসরায়েলি পণ্য বর্জন কর, মানবতার পক্ষে কথা বল!”
– “গণহত্যা বন্ধ কর, বিশ্ব শান্তি চাই!”
*#ফিলিস্তিনের_পাশে_বাংলাদেশ*
*#ইসরায়েলি_গণহত্যা_বন্ধ_করো*