ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
ইসরাইলের সব ধরবের পণ্য বয়কট করার জন্য ও এর পরিবর্তে দেশি পণ্য ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। সেই সাথে গাজাবাসীর জন্য আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জবি শিক্ষক সমিতি আয়োজিত ইসরাইল কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “দিনের পর দিন ইসরাইল কর্তৃক নির্বিচারে বর্বর গণহত্যা চলছে। দেরিতে হলেও আমরা এর প্রতিবাদে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে কিছুই করতে পারছি না। আমাদের দোয়া যদি মহান আল্লাহ কবুল করেন তাহলে হয়তো নিরীহ ফিলিস্তিনিদের ভোগান্তির সমাপ্তি হবে।”
উল্লেখ্য, সমাবেশটিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাবিনা শরমিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেনসহ অন্যান্য আরো শিক্ষক বক্তব্য দেন।