৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরাইলি সকল পণ্য বয়কটের আহ্বান জবি উপাচার্যের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

ইসরাইলের সব ধরবের পণ্য বয়কট করার জন্য ও এর পরিবর্তে দেশি পণ্য ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। সেই সাথে গাজাবাসীর জন্য আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ  মিনারের সামনে জবি শিক্ষক সমিতি আয়োজিত ইসরাইল কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “দিনের পর দিন ইসরাইল কর্তৃক নির্বিচারে বর্বর গণহত্যা চলছে। দেরিতে হলেও আমরা এর প্রতিবাদে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে কিছুই করতে পারছি না। আমাদের দোয়া যদি মহান আল্লাহ কবুল করেন তাহলে হয়তো নিরীহ ফিলিস্তিনিদের ভোগান্তির সমাপ্তি হবে।”

উল্লেখ্য, সমাবেশটিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাবিনা শরমিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেনসহ অন্যান্য আরো শিক্ষক বক্তব্য দেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয়

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি অফার প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন জাকির হোসেন নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী।

গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (৭ এপ্রিল)

গাজায় চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে এবং আন্তর্জাতিক কর্মসূচি ‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’-র প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল সোমবার

Scroll to Top