মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধি:
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে বাংলাদেশের খোকসা। জামায়াত ইসলামি খোকসা উপজেলার উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মানুষ।
অদ্য ৭ এপ্রিল, সোমবার বিকাল ৫টায় খোকসা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খোকসা বাজার ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন খোকসার সর্বস্তরের জনগণ, যাদের মুখে ছিল একটাই স্লোগান, আমরা সবাই মুসলিম, ফিলিস্তিনের পাশে আছি।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার খান। তিনি বলেন, “ইসরাইল একটি জালিম রাষ্ট্র। ফিলিস্তিনের উপর তারা যে নির্মম গণহত্যা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। মুসলমানদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়।
খোকসা জামায়াতে ইসলামী আমীর মোঃ নজরুল ইসলাম বলেন, কে জামায়াত, কে আওয়ামী লীগ, কে বিএনপি এই বিভেদ ভুলে যাওয়ার সময় এখন আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান। ফিলিস্তিনের ইস্যুতে পুরো বিশ্বের মুসলমানদের এক কণ্ঠে আওয়াজ তোলা উচিত।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এবং প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।