রুবেল ফরাজী, শিবচর প্রতিনিধি:
ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে দল-মত নির্বিশেষে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৭ এপ্রিল ২০২৫) বাদ আসর শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি ৭১ রোডের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন স্থানীয় ছাত্র-জনতা, আলেম-উলামা, হাফেজ ও সাধারণ মানুষ। পুরো শিবচর শহর ‘ইসরাইলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘তুমি কে? আমি কে? ফিলিস্তিন, ফিলিস্তিন’—এমন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ হানজালা, জনাব লাভলু সিদ্দিকি, মুফতি জুবায়ের আহমেদ, মুজাহিদ তালুকদার, মুফতি আলি হোসাইন, মাওলানা আবুল হাছান এবং ফাহিম সরদারসহ আরও অনেকে। তারা সবাই গঠনমূলক বক্তব্যের মাধ্যমে ইসরাইলি হামলার নিন্দা জানান এবং শিবচরবাসীকে বয়কট আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান।
বক্তারা বলেন, “মানবতার প্রতি সহানুভূতি এবং মুসলিম উম্মাহর সংহতির অংশ হিসেবেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। ইসরাইলের নৃশংসতা বন্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি, শিবচরে ইসরাইলি পণ্য বর্জন করতে হবে।”
তারা সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।