জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার সদর থানার শহরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদ চকবাজার জামে মসজিদের সামনের থেকে জোহরের নামাজ আদায় করে সকল মুচ্ছল্লীদেরকে নিয়ে জেলা জাময়াতে ইসলামীর পক্ষ থেকে ফিলিস্তিন – গাজাবাসীদের জন্য বেদনা জানিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলটি শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্তরে এসে শেষ হয়।
জেলা জাময়াতের সেক্রেটারি জনাব মাওলানা ফারুক হোসাইন নুরনবী, জেলা জায়াতের নায়েবে আমির জনাব এ,আর হাফিজুল্লাহ,নায়েবে আমির সিনিয়র আইঞ্জিবি জনাব এডভোকেট নাজির আহম্মেদ,সহকারী সেক্রেটারি জনাব মাওলানা নাছির উদ্দীন মাহমুদ,সহকারী সেক্রেটারি জনাব এডভোকেট মহসিন কবির মুরাদ হোসেন ও শহর আমীর জনাব এডভোকেট আবুল ফারাহ নিশানসহ আরো অনেকে।
মিছিল শেষে বক্তারা ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের প্রতি উদাত্ত আহবান জানান।
জনাব মাওলানা ফারুক হোসাইন নুরনবী সাহেব বলেন আজ ইজরায়েল যে বর্বরতা ভাবে ফিলিস্তিনের প্রতি হত্যাকান্ড চালিয়েছে উলটো এরকম হত্যাকান্ড যদি আজ কোন মুসলিম দেশ অন্য কোন ইহুদি বা খৃষ্টান দেশে হত্যাকান্ড চালাত তাহলে এতদিন জাতিসংঘসহ বিভিন্ন দেশ সেই মুসলিম দেশের সাথে একশনে চলে যেত। কিন্তু এখন ফিলিস্তিন রাস্ট্র তো একটা মুসলিম রাস্ট্র যার ফলে তাদের তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না।
এখন শুধু আমরা বাংলাদেশ থেকে অসহায় ফিলিস্তিন দের জন্য দোয়াই করতে পারব। সবার বক্তব্যের পর ফিলিস্তিন ও গাজাবাসির জন্য দোয়া করা হয়।