১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ট্রাম্পের অভিবাসন পদক্ষেপে কোর্টের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৭৯৮ সালের এলিয়েন এনিমি অ্যাক্ট অনুসারে ট্রাম্প প্রশাসনকে ভেনেজুয়েলান গ্যাং সদস্যদের বহিষ্কারের অনুমতি দিয়েছে। সোমবার (৮ এপ্রিল) দেওয়া এ রায়ে বলা হয়েছে, আইনটি প্রয়োগ করা যাবে, তবে তা নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতার মধ্যে থেকেই করতে হবে।

৫-৪ সংখ্যাগরিষ্ঠ রায়ে রক্ষণশীল বিচারকেরা ট্রাম্পের পক্ষে অবস্থান নেন, বাতিল করেন ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক জেমস বোয়াসবার্গের দেওয়া স্থগিতাদেশ। এই স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের ত্রেন দে আরাগুয়া গ্যাং সদস্যদের দ্রুত বহিষ্কারের আদেশ স্থগিত করা হয়েছিল।

তবে সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা রায়ে বলেন, “বন্দিদের অবশ্যই একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অবহিত করতে হবে যে তারা এলিয়েন এনিমি অ্যাক্টের আওতায় বহিষ্কৃত হতে পারেন। যেন তারা যথাযথ ফেডারেল জেলায় হ্যাবিয়াস করপাস আবেদন করতে পারেন।”

রায়ে আরও বলা হয়েছে, যেহেতু এসব বন্দিরা টেক্সাসে আটক, তাই মামলার স্থান ডিসট্রিক্ট অব কলম্বিয়া নয়, টেক্সাস হওয়া উচিত ছিল।

ট্রাম্প তার সামাজিক মাধ্যমে লিখেছেন, “সুপ্রিম কোর্ট আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেছে। এখন একজন প্রেসিডেন্ট দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে পারবেন।”

আইনি চ্যালেঞ্জটি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) দায়ের করে। তারা যুক্তি দিয়েছে, এলিয়েন এনিমি অ্যাক্ট কেবল যুদ্ধকালীন সময়ে প্রযোজ্য। এই আইনের ব্যবহার শান্তিকালে অভিবাসীদের আইনি অধিকার লঙ্ঘন করছে।

এসিএলইউ’র আইনজীবী লি গেলার্ন্ট বলেন, “সরকার যুদ্ধকালীন ক্ষমতা এখন অভিবাসন নীতিতে প্রয়োগ করতে চায়, এটি একটি বিপজ্জনক নজির।”

তবে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট করা হয়েছে, আদালত এই আইনের অধীনে ট্রাম্প প্রশাসনের বহিষ্কারের বৈধতা চূড়ান্তভাবে নির্ধারণ করছে না। বরং শুধু মামলাটি কোথায় চলবে এবং বন্দিদের অধিকার রক্ষায় প্রাথমিক নির্দেশনা দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, ১৭৯৮ সালের এই আইন মূলত যুদ্ধকালীন সময়ে ব্যবহারের জন্য তৈরি হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রয়োগ অভিবাসন ইস্যুতে গভীর বিতর্ক সৃষ্টি করেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান আরও কঠোর, কর-মওকুফ বাতিলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার অবস্থান আরও কঠোর করেছেন। প্রশাসন পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন না আনলে হার্ভার্ডের কর-মওকুফের সুবিধা বাতিল করা

উত্তরাখণ্ডে ১৭০ মাদরাসা সিল, মুসলিম সম্প্রদায়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যজুড়ে অন্তত ১৭০টি মাদরাসা সিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের দাবি, এসব মাদরাসা রাজ্য সরকারের শিক্ষা নীতিমালা লঙ্ঘন করেছে এবং

মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ: সংসদে আইন পাশ

নিজস্ব প্রতিবেদক: পর্যটননির্ভর দেশ মালদ্বীপ ইসরাইলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটি ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে । মঙ্গলবার

গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৩৯, মোট মৃতের সংখ্যা ৫১ হাজারের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খালাপার এলাকায় এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলা এবং তার সঙ্গে থাকা হিন্দু পুরুষ সঙ্গীকে লাঞ্ছিত করার ঘটনায়

Scroll to Top