কাজী রিয়াজুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলায় জামায়াত ইসলামির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় তালা সরকারি হাইস্কুল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সমাবেশে তালা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জনসমুদ্র সৃষ্টি হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং পরিচালনা করেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামির নায়েবে আমির ডা. মাহমুদুল হক।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ওলামা বিভাগের প্রতিনিধি মাওলানা কবিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা শাখার সভাপতি জামালুল বান্না, উপজেলা যুব জামায়াতের মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, তালা ইউনিয়নের আমির মো. মুজিবুর রহমান, যুব জামায়াত নেতা আনোয়ার হোসেন ও জাকারিয়া, তালা শহর ওয়ার্ড জামায়াত সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গাজায় চলমান গণহত্যা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। শিশু, নারী ও নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস – এসব কিছুই এক নির্মম ও ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ। ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়, জাতিসংঘ এবং সকল মুসলিম রাষ্ট্রকে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, আজ বিশ্বের বিবেকবান মানুষের উচিত গাজাবাসীর পাশে দাঁড়ানো এবং এই বর্বরতা প্রতিহত করা।
এছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে তালা উপজেলা জামায়াতের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।