মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধিঃ
পরিবেশ দূষণ জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি জনদুর্ভোগ চরমে উঠেছে একটি রাস্তার কারণে ভোলা লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ থেকে চতলা পর্যন্ত ৫.৫ কিলোমিটারের একটি পাকা সড়ক চওড়া ও পূর্ন নির্মানের কাজ চলছে দীর্ঘদিন পর্যন্ত গত ১০ মাস পর্যন্ত এই কাজ বন্ধ থাকায় রাস্তায় ব্যাপকভাবে ইটের ধূলাবালির উড়ছে, এমতাবস্থায় এই রাস্তায় পথচারীদের নিঃশ্বাসের সাথে ফুসফুসের প্রবেশ করে ফুসফুসের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং পাশে থাকা ঘর বাড়ি উদ্ভিদ পরিবেশ ব্যাপক ক্ষতি সম্মুখীন হচ্ছে।
রাস্তাটির ঠিকাদারি পেয়েছেন লালমোহন উপজেলা কালমা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আখতার হোসেন তার রাস্তা তদারকি করছেন রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান রমাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাফর ইকবাল, এদিকে লর্ড হার্ডিঞ্জ বাজার থেকে রায়চাদ বাজার সড়কটি ইতিমধ্যেই পাকা করা হয়ে গেছে কিন্তু একই সাথে সড়ক হওয়ার পরও এটি এখন পর্যন্ত পাকা করানো হচ্ছে না। এই বিষয়ে ভুক্তভোগী মোঃ আকবর হোসেন মনির হাং বলেন আমি একজন ব্যাংকার অফিস করতে ভালো জামা কাপড় পড়ে বাড়ি থেকে বের হয়ে অফিসে গেলে জামা কাপড়ের অবস্থা খারাপ হয়ে যায়, শিক্ষক মোঃ ইয়ামিন হোসেন বলেন স্কুলে ছাত্র-ছাত্রী অনেকে কাঁশি ফুসফুসের সমস্যায় ভুগছেন।এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জানান জন্য মুঠো ফোনে কল করলে রিসিভ করেননি।এই বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।