জাহিদুল ইসলাম, জাহিদ প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ স্কাউটস দিবস -২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ই এপ্রিল) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। ” সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জৈন্তাপুর স্কাউটস এর কমিশনার মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি জর্জ মিত্র চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সহ -সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, সাবেক কমিশনার ও বর্তমান সহ-সভাপতি রফিক আহমেদ, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লামনীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলি শর্মা, জৈন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না বেগম, সহকারী শিক্ষক রুপক চক্রবর্তী সহ বিভিন্ন স্কুল হতে আগত স্কাউটস এর লিডার ও সদস্যবৃন্দ।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ বর্তমান প্রজন্মের হাতে। ভবিষ্যতে দেশ গঠনের বর্তমান প্রজন্মকে গড়ে উঠতে হবে। সে লক্ষ্যে নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা