আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধিঃ
ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে শহিদ সুজনের পরিবারের খোঁজ খবর ও বাচ্চাদের জন্য উপহার নিয়ে দেখা করেন কাঠালিয়া ছাত্র সংগঠনের সদস্যরা ,ছাএ সংগঠন এর সদস্যরা বলেন শহীদ এর রক্ত বৃথা যেতে দিব না ,আমরা সব সময় শহিদ পরিবারের খোঁজখবর নিচ্ছি যাতে তাদের কোন কষ্ট না হয় ,এ সময় উপস্থিত ছিলেন ছাএ সংগঠন এর বাইজিদুর রহমান ,সাইমুন সিয়াম ,আরিফ খান ,অনিক প্রমুখ ও এলাকাবাসী,
নিহত সুজন এর দুটি কন্যা সন্তান ও পিতা মাতা রয়েছে।
এসময় তার পরিবারের লোকজন উপহার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ও সকলের সুস্থ তা কামনা করেন।