২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

খোকসায় এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ

আজ ৮ই এপ্রিল বেলা ১১.০০ ঘটিকায় খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের সুষ্ঠু পরীক্ষা পরিচালনা ও প্রস্তুতি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলামের প্রতিনিধিত্বে এসআই মোঃ তুষার, খোকসা থানা এবং মোঃ আফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, খোকসা, কুষ্টিয়া। সভাটি সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, খোকসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

সভায় পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে পরীক্ষার পরিচালনা কমিটি ও কক্ষ পরিদর্শকদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়। আলোচনা সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

পরীক্ষা পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেয় যে,

কক্ষ পরিদর্শকরা কঠোর নজরদারিতে থাকবেন, যাতে পরীক্ষার হলে কোনো অনৈতিক বা অসদুপায় অবলম্বনের সুযোগ না থাকে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষণ টিম থাকবে, যারা পরীক্ষার সময় নিয়মিত তদারকি করবেন। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা থাকবে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

সভায় শিক্ষকদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে, সকল পরীক্ষার্থীর জন্য ন্যায়সঙ্গত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

এ সময় পুলিশ এর পক্ষ থেকে জানানো হয় যে, পরীক্ষাকেন্দ্রের আশপাশের নিরাপত্তা জোরদার করা হবে।
এ ধরনের মতবিনিময় সভা শিক্ষকদের দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি পরীক্ষার্থীদের জন্যও ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

খোকসার কাদিপুরে বিশেষ অভিযানে ১৮ পিছ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কাদিপুর এলাকায় বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবাসহ মোঃ নাদিম (২৭) নামে এক যুবককে গ্রেফতার

রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগার থেকে মাসুদ রানা (৩৪) নামের এক পুলিশ সদস্যের বিবস্ত্র লাশ উদ্ধার

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: আজ (২০ এপ্রিল) রোববার দুপুরে রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে গলায় পড়নের প্যান্ট বাধা ঝুলন্ত অবস্থায় মাসুদ রানার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোনালী ব্যাংকের অফিসার পরিচয়ে প্রতারনা, অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাংক একাউন্ট থেকে অনলাইনে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ৪জন প্রতারককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর

দুমকি উপজেলায়, নানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক নাতি মনির

জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, হামলার পরে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা কে ধর্ষণের পর হত্যার অভিযোগে মীর মনিরুজ্জামান মনির

Scroll to Top