১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাবেক ইউপি চেয়ারম্যানের নামে সড়কের নামকরণের দাবি

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার ৪নং পাড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নামে একটি সড়কের নামকরণের দাবিতে এলাকাবাসীর পক্ষে ভান্ডারগ্রাম নজরুল স্মৃতি সংসদ এর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভাণ্ডারগ্রাম বাজার মোড়ে এই কর্মসূচি পালন হয়।

ভান্ডারগ্রাম নজরুল স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ভান্ডারগ্রাম হাট (বগারবাড়ি বাজার) হতে বোহার বেলতা হয়ে বরবরিয়া ব্রিজ নশরতপুর ইউনিয়ন পরিষদ (আংশ) পর্যন্ত ৪ দশমিক ৮ কিলোমিটার সড়ক মরহুম নজরুল ইসলাম চেয়ারম্যানের নামে নামকরণের দাবি জানান এলাকাবাসী। নজরুল ইসলাম ভান্ডারগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি ১৯৮৩ সালে পাড়ইল ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, ভান্ডারগ্রাম নজরুল স্মৃতি সংসদের আহবায়ক এনামুল হক রানা আকন্দ, সদস্য সচিব এনামুল হক মণ্ডল, মরহুম নজরুল ইসলামের ছেলে আব্দুল বারী মিলন, স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন, মোজাফফর হোসেন, ইছাহাক সরদার, সারোয়ারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নজরুল ইসলাম চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকায় বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। তার সময়ে মানুষের চলাচলের জন্য বহু রাস্তাঘাট নির্মিত হয়েছে। ভান্ডারগ্রাম থেকে রক্তদহ বিল পর্যন্ত খাল খননের কাজ তার সময়ে করা হয়। এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখায় এলাকার মানুষ আজও তাকে স্মরণ করেন। এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখা এমন একজন মানুষের জন্য একটি সড়কের নামকরণের দাবি খুবই যৌক্তিক। তাদের প্রত্যাশা, যথাযথ কর্তৃপক্ষ এই জনদাবি অনুধাবন করে ভান্ডারগ্রাম থেকে বরবরিয়া ব্রিজ সড়কের নামকরণ মরহুম নজরুল ইসলাম চেয়ারম্যানের নামে করার উদ্যোগ গ্রহণ করবে।

মানববন্ধন শেষে ভান্ডারগ্রাম-বরবরিয়া ব্রিজ সড়কের নামকরণ মরহুম নজরুল ইসলাম চেয়ারম্যানের নামে নামকরণের দাবিতে দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ভান্ডারগ্রাম নজরুল ইসলাম স্মৃতি সংসদের একটি প্রতিনিধি দল।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল এলাকার হালদা নদীতে বাঁশের সাঁকো থেকে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী যুবক মঞ্জু (নববিবাহিত) অবশেষে

লালমোহনে অবৈধ পৌর টোল আদায়ের প্রতিবাদে অটোচালকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি: লালমোহন পৌরসভার আওতাভুক্ত সড়কে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি এবং অন্যান্য

বসোয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগ, অভিযুক্তদের দাবি জমি সংক্রান্ত ভুল বোঝাবুঝি

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার বসোয়া গ্রামে চাঁদা দাবিকে কেন্দ্র করে মোঃ শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির ওপর হামলার

নরসিংদীর রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে নাক ও মুখ দিয়ে রক্তপাত হয়ে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল)

Scroll to Top