মোঃ হায়াত মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর গোসাইরহাট উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন দুলাল কে আটক করেছে পালং থানা পুলিশ। মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টায় শরীয়তপুর সদর হাসপাতালের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আক্তার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত তাকে থানায় আটক রাখা হয়েছে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটা বিস্তারিত পরিবর্তিতে জানান হবে।
আটক হওয়া জাকির হোসেন দুলাল গোসাইরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য এবং বর্তমানে জেলা আ.লীগের সদস্য পদে রয়েছেন এছাড়াও আ.লীগের পক্ষে নমিনেশনে প্রার্থী হয়ে নৌকার প্রতীক নিয়ে গোসাইরহাট পৌরসভায় নির্বাচনে অংশ নিয়েছিলেন। জানাগেছে জাকির হোসেন দুলাল গত ৫ আগস্টের আ.লীগ সরকার পতনের পর থেকেই তিনি পালাতক ছিলেন।