ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মাওলানা আব্দুল আলিম তার বক্তব্যে বলেন ইসরায়েলি বাহিনী আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই-বোনদের উপর বোমা নিক্ষেপ করে তাদেরকে হত্যা করছে। অনতিবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা দোকানে ইসরায়েলি পণ্য রাখবেন না। তিনি সকলের প্রতি ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান।
উক্ত বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, উপজেলা কর্মপরিষদ সদস্য এ্যাড আবিদুর রহমান সহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।