১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান রোধে বিজিবির দুটি নতুন বিওপি উদ্বোধন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুটি নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) চালু করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় খড়কপুর ও সুরানপুর বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পূর্বের ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বিস্তৃত এবং সীমান্ত থেকে অনেক দূরে হওয়ায় চোরাচালান দমনে নিয়মিত টহল পরিচালনা করা কঠিন হয়ে পড়ছিল। এ প্রেক্ষিতে সদর দপ্তরের নির্দেশনায় নতুন করে খড়কপুর ও সুরানপুর এলাকায় দুটি বিওপি স্থাপন করা হয়।

তিনি আরও বলেন, “নতুন বিওপি স্থাপনের ফলে সীমান্তে নজরদারি আরও বাড়বে, চোরাচালান রোধ সহজ হবে এবং সীমান্ত এলাকার বাসিন্দারা আরও নিরাপদে বসবাস করতে পারবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, বিজিবির অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হোসেনপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

শাহজাহান সাজু , কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট এর অগ্নিকাণ্ডে নিঃস্ব সরুফা-হারুন দম্পত্তি পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী

গাজায় ইসরাইলের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গুরুদাসপুর শিধুলী বাজারে চাঁদা আদায়ের অভিযোগে মাদ্রাসা কমিটির ৮ জনকে আটকের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধি নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী হাটের টাকা উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে মাদরাসা কিমিটির বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজি মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা

নববর্ষে ভিন্ন রূপে হাসিনা!

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ‘এবারের বৈশাখের স্বপ্ন ও শপথ আগামীর বৈষম্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দিনভর আনন্দঘন উৎসবে মেতেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। বাংলা নববর্ষ ১৪৩২

Scroll to Top