মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুটি নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) চালু করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় খড়কপুর ও সুরানপুর বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পূর্বের ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বিস্তৃত এবং সীমান্ত থেকে অনেক দূরে হওয়ায় চোরাচালান দমনে নিয়মিত টহল পরিচালনা করা কঠিন হয়ে পড়ছিল। এ প্রেক্ষিতে সদর দপ্তরের নির্দেশনায় নতুন করে খড়কপুর ও সুরানপুর এলাকায় দুটি বিওপি স্থাপন করা হয়।
তিনি আরও বলেন, “নতুন বিওপি স্থাপনের ফলে সীমান্তে নজরদারি আরও বাড়বে, চোরাচালান রোধ সহজ হবে এবং সীমান্ত এলাকার বাসিন্দারা আরও নিরাপদে বসবাস করতে পারবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, বিজিবির অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।