মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঢাকা, ৯ এপ্রিল ২০২৫:
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ চলাকালে বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থান থেকে মোট ৭২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন রয়েছে। এসব গ্রেফতারকৃতরা বিক্ষোভকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মোট ১০টি মামলা রুজু হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে নেমেছে এবং আরও গ্রেফতারি অভিযান চলতে থাকবে।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় এমন সহিংসতা ও অরাজকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানানো হলেও কিছু জায়গায় সহিংসতা ঘটেছে, যা সরকারের জন্য উদ্বেগজনক।
এছাড়া, নিরাপত্তা বাহিনী জনগণের সহযোগিতা কামনা করে বলেছে যে, আইন-শৃঙ্খলা রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।