নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশের কাছে এমন দুর্দান্ত সব আইডিয়া রয়েছে, যা বিশ্বকে বদলে দিতে পারে।”
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন–২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে ব্যবসার দারুণ সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এক সময় যেটি ক্ষুদ্রঋণ হিসেবে বাংলাদেশের একটি ছোট গ্রামে শুরু হয়েছিল, সেটিই এখন আমেরিকার অন্যতম বড় ব্যবসায় পরিণত হয়েছে।”
বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ড. ইউনূস। কিছু সময়ের জন্য তিনি স্তব্ধ হয়ে পড়েন।
চার দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সম্মেলন শুরু হয় গত ৭ এপ্রিল, তবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯ এপ্রিল।
সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রী, দেশি-বিদেশি বিনিয়োগকারী, কূটনীতিক, এবং ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন। এতে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি খাত, এবং টেকসই শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।