নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে হস্তক্ষেপ ও সালিশ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি সাতটি ইউনিয়নের জন্য সাতটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. রাজিব মিয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেন। চিঠিতে উপজেলার দশমিনা সদর, আলীপুরা, রনগোপালদী, চরবোরহান, বেতাগী-সানকিপুর, বাঁশবাড়িয়া ও বহরমপুর ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, সরকারি বরাদ্দ বিতরণে দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানো, ব্যক্তিস্বার্থে সালিশ বাণিজ্যে যুক্ত থাকা এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের ব্যাপারে উপজেলা বিএনপির কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ যাচাই করতে প্রতিটি ইউনিয়নে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু বলেন, “যারা এই ধরনের অনিয়মে জড়িত, তারা সত্যিকারের বিএনপি কর্মী কি না, সেটি আমরা যাচাই করছি। আমাদের লক্ষ্য হলো একটি মাদক ও চাঁদাবাজমুক্ত বিএনপি গড়ে তোলা।”
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ও জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতেই এ ধরনের তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।