মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৯ই এপ্রিল সকাল ১১টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামাল হকের সভাপতিত্বে সচেতনতামূলক বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক আব্দুল খাবির ও সহকারী পরিদর্শক আবু হুজাইফা। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন বিআরটিএ-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা পেশাজীবী চালকদের উদ্দেশ্যে বলেন:
আপনারা ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভারটেক করবেন না, একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল ও ব্রেক পরীক্ষা করে চালাবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, ট্রাফিক আইন মেনে চলবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করবেন না, এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।
বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামাল হক তাঁর বক্তব্যে বলেন, বিআরটিএ-এর এই প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে ধারণা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় বিভিন্ন অপরাধের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নিয়ম রয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ মোটরযান পরিদর্শক আবু হুজাইফা।
এ কর্মশালায় বিভিন্ন শ্রেণির ২০ জন পেশাজীবী চালক অংশগ্রহণ করেন।
পরে জেলা শহরের ট্রাক টার্মিনালে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালা প্রতি মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।