তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় সাধারন ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দাম নেওয়া অভিযুক্ত সেই পুলিশ সদস্যকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে।
সিরাজদিখান থানা সুত্রে অভিযুক্ত এএসআই মাহফুজুর রহমানের বদলির আদেশটি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, তার বদলির আদেশ এক মাস আগেই হয়েছিল। কি কারনে তিনি কর্মস্থল ছেড়ে যাননি বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠছে।
তবে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানিয়েছেন, তিনি সদ্য যোগদান করায় বিষয়টি অবগত ছিলেন না তিনি।
এদিকে গত ৭ এপ্রিল এএসআই মাহফুজুর রহমানের আলোচিত ঘটনা তুলে ধরে লোকাল ও
জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই তাকে বদলি করা হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, অভিযুক্ত সেই পুলিশ সদস্য কে টাঙ্গাইলে বদলি করা হয়েছে। শুধু বদলি নয়, তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পাসপোর্ট হারানো সংক্রান্ত বিষয়ে সালমান কবীর নামে এক ভুক্তভোগী সিরাজদিখান থানায় আসলে এএসআই মাহফুজুর রহমান তার কাছ থেকে তিন প্যাকেট বেনসন সিগারেট বা তার সমমুল্য ( ১২০০) টাকা ঘুষ নেয়।