নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের আরোপিত ১০৪ শতাংশ শুল্কের পাল্টা জবাবে সব ধরনের মার্কিন পণ্যে ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে।
চীন এ সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের “নিপীড়ণমূলক” নীতির প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, পাল্টাপাল্টি শুল্কারোপের এই প্রক্রিয়া বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে আবারও এক নতুন বাণিজ্য যুদ্ধের সূচনা করল, যা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বুধবার প্রকাশিত এক শ্বেতপত্রে চীন জানিয়েছে, তারা সব সময় চেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে। তবে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্য কাঠামো এবং সরবরাহ শৃঙ্খলার ওপর বড় ধরনের আঘাত হানবে বলে শ্বেতপত্রে সতর্ক করা হয়েছে।
চীন আরও বলেছে, যুক্তরাষ্ট্রের এই শুল্কনীতি বাণিজ্য ঘাটতি কমাবে না, বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নৈশভোজে বলেছেন, “শুল্ক আরোপ আমাদের জন্য ইতিবাচক কাজ করছে। অনেক দেশ আমাদের ঠকিয়েছে, কিন্তু এখন সময় এসেছে আমরাও শক্ত অবস্থান নেওয়ার।”
তিনি দাবি করেন, বাড়তি শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ২ বিলিয়ন ডলার আয় করছে।
এদিকে, চীন জানিয়েছে, তারা ‘দ্বন্দ্ব’ নিরসনে আলোচনার জন্য এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে আগ্রহী রয়েছে। তবে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।