জুবায়ের আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে ২০ বছর পর উদ্ধার হলো চিতাই নদীর খাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক ও এলাকাবাসী জানান উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নের পাঞ্জানা গ্রামে গ্রামীন রাস্তায় ব্রীজ নির্মান করেন উপজেলা প্রশাসন।সে জন্য রাস্তায় প্রয়োজন হয়। গ্রামের কিছু মানুষ প্রয়োজনীয় খালটি ভরাট করে দখল করে রাখে। প্রায় দেড় কিলোমিটার খালটি দক্ষিনে পাঞ্জানা, উত্তরে রাম চন্দ্রপুর এলাকা জুড়ে প্রবাহমান ছিলো। কালের বিবর্তনে এটা কিছু অসাধু এলাকা বাসী নিজেদের সামান্য সুবিধার জন্য ভরাট করে দখল করে রাখে।
একটি সময় এই খালটি কৃষি,সেচ,মাছ পাওয়া যেতো। ভরাট করার ফলে বন্যায় ফসল ক্ষতি হতো শুস্ক মৌসুমে পানি পাওয়া যেতো না । ফলে দুই পারের প্রায় আটশত মানুষ উপকার থেকে বঞ্চিত ছিলো। উপজেলা প্রশাসনের সহযোগিতায় পানি প্রবাহ যাতে ব্রীজের নিচ দিয়ে যাতায়াত করে সে জন্য এটা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে খাল খননের ব্যবস্থা করা হয়।
গ্রামের রহিমা ৭০ জানান এই খাল বন্ধ হওয়ার কারনে আমরা অনেক সমস্যায় ছিলাম এমনকি বর্ষা মৌসুমে কৃষি কাজে এখান থেকে পানি ব্যবহার করা যেতো না । খালটি উদ্ধার করার ফলে পানির সমস্যা দূর হবে। মোঃ আইয়ুব খান জানান- একটি সময় খাল থেকে মাছ ,সেচের জন্য পানি, এমটি পাট পরিস্কারে কাজে এই খালের পানি ব্যবহার হতো। আবার মনে হয় আমার সেসুদিন ফিরে পাবো ।
খাল উদ্ধারের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইএনও) মোঃ আবু সাঈদ মুঠো ফোনে জানান গণ ব্যবহারে কোন জায়গা যদি কেউ জবর দখল করে রাখে তাহলে আমরা সেটা কে আইনগত ব্যবস্থা নিয়ে উদ্ধার করে সকলের জন্য জন্য উন্মুক্ত করে দিবো।